হাটহাজারী পুকুর ভরাটের দায়ে অর্ধলাখ টাকা জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০১:১৩ পিএম

চট্টগ্রামের হাটহাজারী শতবর্ষী পুকুর ভরাটের দায়ে মোহাম্মদ মঞ্জু মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানান, জলাধার ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিষয়টি প্রতীয়মান হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মঞ্জু মিয়া নামে এক ব্যক্তিকে জলাধার ভরাট করার কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এ জরিমানা করা হয় এবং তাকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

অভিযানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

বিআরইউ