মোরেলগঞ্জে শিক্ষক ক্রেডিট ইউনিয়নের সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০১:২৩ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১০ টার দিকে রওশন আরা মহিলা ডিগ্রী কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কালব ‍‍`গ‍‍` অঞ্চলের পরিচালক মো. শহিদুল ইসলাম।

সভাপতিত্ব করেন উপজেলা ক্রেডিট ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুস সালাম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কালব এর জেলা ব্যবস্থাপক সঞ্জয় দত্ত। অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিম ও উপজেলা ক্রেডিট ইউনিয়ন লীগের সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদ।

শিক্ষক হরিচাঁদ কুন্ডুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক তালুকদার ওমর ফারুক, গিরিশ চন্দ্র মন্ডল, কালব উপজেলা ব্যবস্থাপক মো. আবুল কাওছার ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক গণেশ পাল।

বিআরইউ