টপসয়েল রক্ষায় রাতভর অভিযানে সাতকানিয়ার ইউএনও

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০২:১২ পিএম

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য উঠেপড়ে লেগেছে মাটি পাচার চক্র। পাশাপাশি টপসয়েল রক্ষায় তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোররাত ৪টা পর্যন্ত সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন।

তিনি গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এবং কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানি এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ঘটনাস্থল থেকে দুটি এস্কেভেটর আটক করা হয়েছে এবং পরবর্তীতে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ইএইচ