যশোরে দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্টের প্রতিনিধিদের মতবিনিময়

এম এ রহমান, যশোর প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৪:০৯ পিএম

যশোরে দৈনিক আমার সংবাদের ও দ্যা ডেইলি পোস্টের প্রতিনিধিদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্টের যশোর ব্যুরো প্রধানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্টের যশোর ব্যুরো প্রধান এম এ রহমানের সভাপতিত্বে দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি শেখ শাহিনের  সঞ্চালনায় বক্তব্য দেন, দ্যা ডেইলি পোস্টের বেনাপোল প্রতিনিধি মহসিন মিলন, দ্যা ডেইলি পোস্টের চৌগাছা প্রতিনিধি এম এ রহিম, দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্টের ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি রেজওয়ান কবির, বেনাপোল উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ, চৌগাছা উপজেলা প্রতিনিধি এম এ মান্নান, দৈনিক আমার সংবাদের মনিরামপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান,  দৈনিক আমার সংবাদের বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি কাজী আকতার হোসেন।

অনুষ্ঠানে যশোর ব্যুরো প্রধান এম এ রহমান প্রতিনিধিদের নতুন বছরের আইডিকার্ড ও নোটবুক প্রদান করেন।

এ নিয়ে পত্রিকার কর্তৃপক্ষের সাথে জুম মিটিংয়ে আলোচনা হয়।

এ সময় পত্রিকার প্রচার-প্রসার, আলোচনা, বিজ্ঞাপনসহ যশোর জেলার প্রত্যেক এলাকার বস্তুনিষ্ঠ ও উন্নয়নমূলক সচিত্র প্রতিবেদন তুলে ধরার জন্য গুরুত্বারোপ করা হয়।

ইএইচ