মারিশ্যা ২৭ বিজিবির পক্ষ শীতবস্ত্র উপহার

বাঘাইছড়ি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৫:০১ পিএম

রাঙামাটির বাঘাইছড়িতে (২৭ বিজিবি) মারিশ্যা ব্যাটালিয়নের পক্ষ থেকে বিওপি-টিওবি কমান্ডার কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে বিওপি-টিওবি কমান্ডার কর্তৃক দায়িত্বপূর্ণ সাজেক বিওপি এলাকার পাইলংপাড়া, উদয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাকমাপাড়া, কিংকরপাড়া টিওবির দায়িত্বপূর্ণ এলাকার কিংকর পাড়া এবং নতুনপাড়া টিওবির দায়িত্বপূর্ণ এলাকার নতুনপাড়া নামক স্থানে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এ সময় ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল ইঞ্জিনিয়ার মো. মুসতাসির মামুন বলেন, সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

ইএইচ