ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কবি খাদিজা কাউসারের কাব্যগ্রন্থ সুখ কোথায় পাবোর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রতীতি সংগীত নিকেতনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এ কাব্যগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে শিক্ষানুরাগী সমাজসেবক সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
অনেকগুলো কবিতার সমন্বয়ে এই কাব্যগ্রন্থের নাম দেওয়া হয়েছে ‘সুখ কোথায়’। এই কাব্যগ্রন্থে রয়েছে নানা রকম প্রেম ও দ্রোহের কথার মেলবন্ধন।
সাংবাদিক আশেক এমরানের সঞ্চালনায় কথা সাহিত্যিক কবির হুমায়ুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. আল মামুন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, উজানচর কেএন উচ্চ বিদ্যালয়ের সভাপতি তপন চন্দ্র সুত্রধর, বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, সাংবাদিক এম এ আউয়াল, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরী সেলিম চিশতী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক এম এ মোমেন, প্রতীতি সংগীত নিকেতন অধ্যক্ষ মো. আবু হানিফ, বাঞ্ছারামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরিফ, সমাজ সেবক মো. মঙ্গল মিয়া, সাংবাদিক আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাকিরুণ মিয়া।
ইএইচ