কাশিমপুরে শীতবস্ত্র বিতরণ

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৮:০৮ পিএম

প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছে অসহায় মানুষ, তাই হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে গাজীপুরের কাশিমপুরে মর্নিং স্পোর্টস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় মহানগরীর কাশিমপুরের ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ কিমু মার্কেট এলাকায় মর্নিং স্পোর্টস ক্লাবের কার্যালয়ে যমুনা ব্যাংক পিএলসির সার্বিক সহযোগিতায় ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মর্নিং স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম খানের সঞ্চালনায় মর্নিং স্পোর্টস ক্লাবের সভাপতি আলহাজ্ব এম এ সিদ্দিকুর রহমান আশরাফ ও সাপ্তাহিক বিজয় বার্তার সম্পাদক আমজাদ হোসেন, মর্নিং স্পোর্টস ক্লাবের অর্থ সম্পাদক আল মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ইএইচ