চৌগাছায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৮:৩৯ পিএম

যশোরের চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি কামাল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা।

বক্তব্য দেন অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান।

এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, জেএইচডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম তুহিন, ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনাল হক, স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুজ্জামান, গারীবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, চৌগাছা ছারাবালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী গোলাম মোস্তফা, আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম শরিফুল ইসলাম, ধূলিয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন ও রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজম আশরাফুল প্রমুখ।

অবসর জনিত সংবর্ধনায় কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামানকে শিক্ষকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

ইএইচ