কাউনিয়ায় বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১২:১৩ এএম

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ছয়জন ওয়ার্ড বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসা ও সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

উপজেলার ১নং সারাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক  জুয়েল আরমান, একই ওয়ার্ডের বিএনপির সদস্য মো. নাজির হোসেন ও মো. পারভেজ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুদার রহমান, একই ওয়ার্ডের বিএনপির সদস্য মো. মুকুল মিয়া এবং ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীরকে দলীয় সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ইএইচ