বাগেরহাটে তিনদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও তাদের স্বজনরা।
রোববার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জেলায় চাকরিচ্যুত ৯৫ জন বিডিআর সদস্য ও তাদের স্বজনরা অংশ নেন।
এতে বক্তব্য দেন, বিডিআর কল্যাণ পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাবিলদার জিল্লুর রহমান, চাকুরিচ্যুত বিডিআর সদস্য আছাদুজ্জামান ইমরান, হাবিলদার মো. রিয়াজুল ইসলাম, বিডিআর সদস্য ডিএডি হাবিবুর রহমানের স্ত্রী আমেনা রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা বিক্ষোভ মিছিল করেন।
ইএইচ