বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা মন্টুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৩:১৫ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাত ২টার সময় হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে হাসপাতাল নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর উপজেলার বালিয়াঘাটা গোরস্তান মাঠে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে।

জানাজার আগে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবুল হায়াত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

তারপর বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় মুক্তিযোদ্ধারা ওই গ্রামের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ