বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন

যশোর ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৩:৪৫ পিএম

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালসহ ৩ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে বিডিআর কল্যাণ পরিষদ যশোরের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিডিআর কল্যাণ পরিষদ যশোরের সমন্বয়ক ওয়াহিদ খানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে চাকরিচ্যুত যশোরের ১৬৩ জন বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা অংশ নেন।

এ সময় বক্তব্য দেন চাকরিচ্যুত বিডিআর সদস্য আব্দুর সামাদ, আব্দুল কাদের ,মিজানুর রহমান প্রমুখ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিডিআর কল্যাণ পরিষদের অর্থ সমন্বয়ক ও চাকরিচ্যুত বিডিআর সদস্য হুমায়ুন কবীর প্রমুখ।

ইএইচ