মেহেরপুরে কৃষকের লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৩:৫৫ পিএম

মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুরে জবিদ আলী (৭০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামের মাঠ থেকে লাশ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ।

জবিদ আলী সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাদল শেখের ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, নিশ্চিন্তপুর মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ