পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ভোটগ্রহণ শেষে সমিতির ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ছয়টি পদের মধ্যে পাঁচটির বিপরীতে দুইটি প্যানেলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে অর্ন্তবর্তীকালীন কমিটির সভাপতি মো. কামরুজ্জামান জানিয়েছেন, নির্বাচনে ৪৯৫ জন ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের মাধ্যমে আনারস মার্কার প্রার্থী মো. আ. মন্নান লোটাস ২৫৯ ভোট পেয়ে সভাপতি, মো. রাজিবুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন, দোয়াত কলম মার্কার প্রার্থী গাজী মশিউর রহমান ২৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, কলম মার্কার প্রার্থী মো. কাওসার হোসেন ২৩৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ এবং ফুটবল মার্কা প্রার্থী মো. রফিকুল ইসলাম ৩২৮ ভোট ও বই মার্কা প্রার্থী মো. আবুল আলম ৩০১ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সকল সদস্যদের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি ও অন্য সদস্যবৃন্দরা।
ইএইচ