ফরিদপুরের সালথায় ওএমএসের খোলা বাজারে (চাল বিক্রি) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় সালথা সদর বাজারের ভাওয়াল রোডে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলিত দায়িত্ব) শিরিনা সুলতানা, সালথা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক জসিমউদদীন, উপজেলা সহকারী প্রোগ্রামার (তদারকি কর্মকর্তা) টিপু সুলতান, ডিলার মো. হেমায়েত হোসেন প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা সুলতানা জানান, সপ্তাহে ৫ দিন চলবে এই কার্যক্রম। প্রতিদিন ১জন ডিলার এক টন চাল সরকারি খাদ্যগুদাম থেকে উত্তোলন করে বিক্রয় করবেন। প্রতিদিন ২শত জনের কাছে চাল বিক্রয় করবেন ডিলার। প্রতিদিন এক ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। তিনি আরও জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য সরকার অগ্রিম বরাদ্দ দিয়েছেন।
ইএইচ