ভোলার তজুমদ্দিন উপজেলায় বহুল আলোচিত ৭ (সাত) বছরের শিশু ধর্ষণ (বলাৎকার) কাণ্ডের মূলহোতা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মো. লোকমান বেপারীকে (৩০) আটক করেছে র্যাব-৮, সিপিএসসি বরিশালের ভোলা ক্যাম্পের সদস্যরা।
সোমবার সকাল ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলার তজুমদ্দিন উপজেলায় গত ১৯ ডিসেম্বর (৭) বছর বয়সী ছেলে শিশুকে জোরপূর্বক ধর্ষণ (বলৎকার) করার অভিযোগ উঠে একই এলাকার পার্শ্ববর্তী লোকমান বেপারী নামক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন আসামি লোকমান বেপারী।
আসামি ও ঘটনার মূল হোতা লোকমান বেপারী তজুমদ্দিন উপজেলার গোলকপুর ৪নং ওয়ার্ডের মোনাফ বেপারীর ছেলে।
এদিকে আটক আসামি লোকমান বেপারীকে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
ইএইচ