সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্তে অবৈধভাবে শূন্যলাইন অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাতে উপজেলার চিনাকান্দি বিওপির টহলরত সদস্যরা তাদেরকে আটক করেন।
আটকরা হলেন- মামুন মিয়া (৩২) ও মাইনুদ্দিন (২৬)। তারা বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের হানিফ মিয়ার ছেলে।
সোমবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক দুইজনকে বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তরসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ইএইচ