যশোরের অভয়নগরে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবং প্রযুক্তি উৎসব মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীব, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, দৈনিক কল্যাণের অভয়নগর ব্যুরো প্রধান সরোয়ার মোস্তাফিজ মিলন, ছাত্র নেতা রাকিব পাটোয়ারী, ইমরান হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে বিজ্ঞান ও তারণ্যের মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ২০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে তারুণ্যের মেলা উপলক্ষ্যে একটি র্যালি বের করা হয়।
ইএইচ