পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুরের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, গুলশান কমার্স কলেজ ঢাকার অধ্যক্ষ এম এ কালাম।
বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক বলেন, তোমরাই আগামীতে পিরোজপুরকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।
তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।
ইএইচ