‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ স্লোগান নিয়ে জয়পুরহাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১২টায় জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রাজীব কুমার বিশ্বাস, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহাবুব-উল-আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ উদ্ভাবিত নিজস্ব ধারণা থেকে আবিষ্কার করা প্রজেক্ট ডেমো নিয়ে হাজির হওয়া স্টলগুলো পরিদর্শন করেন জয়পুরহাট জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা।
ইএইচ