নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি (৫৫) ও তাঁর ছেলে বাবুই (২২) কে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ অভিযান পরিচালনা করে এই তাদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন হক। তিনি বলেন, ‘আমাদের থানার রাজনৈতিক মামলায় মতি ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন । শেখ হাসিনা সরকারের পতনের পর মতি পরিবার পরিজন নিয়ে এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন থাকার ভাটারা থানাধীন এলাকায়৷
আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে কিনা জিজ্ঞেস করা হলে পুলিশ পরিদর্শক মোহাম্মাদ সুজন হক বলেন, যেহেতু আমাদের থানার মামলা আছে আমরা ঢাকার আদালতে পাঠাবো৷ সিদ্ধিরগঞ্জ থানায় ৪৫টিরও বেশী মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. শাহেনুর আলম৷ এর মধ্যে অধিকাংশই হত্যা মামলা রয়েছে৷ মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ - ৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একান্ত ঘনিষ্ঠজন৷
আরএস