নতুন বছরে বাংলাদেশকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করার আহ্বানে বরিশালে যুব সমাবেশ হয়েছে।
সোমবার সকালে নগরীর জিলা স্কুলের মোড়ে প্রান্তজন, ক্লিন এবং বিডাব্লিউজিইডি-এর যৌথ উদ্যোগে এই সমাবেশ হয়।
ক্যাব-এর সম্পাদক রনজিৎ দত্তের সভাপতিত্বে বক্তৃতা দেন, প্রান্তজনের নির্বাহী পরিচালক জনাব তৌহিদুল ইসলাম শাহাজাদা, বরিশাল প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভংকর চক্রবর্তী, আরোহির নির্বাহী পরিচালক জনাব খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো সম্ভব। বর্তমান পরিবেশগত সংকট এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিকল্প নেই। আগামী দিনে বাংলাদেশের প্রতিটি বাড়িতে সোলার প্যানেল এবং অন্যান্য নবায়নযোগ্য উৎস ব্যবহার করে একটি টেকসই ভবিষ্যৎ তৈরি সম্ভব।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার আমাদের প্রকৃতিকে রক্ষা করবে। পাশাপাশি এর মাধ্যমে গ্রামাঞ্চলসহ সারাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। এটি শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, এটি আমাদের দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরএস