মটর সাইকেল ও ট্রাক মুখোমুখি হয়ে মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা যায়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) আনুমানিক সকাল ৯.৩০ মিনিটে মানিকগঞ্জ সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ মহাসড়কে এঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা-পালড়া গ্রামের মো. আরশেদ আলীর ছেলে ইউসুফ (৩০)।
ঘটনাস্থল থেকে ইউসুফকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, লাশ মানিকগঞ্জ মর্গে পাঠিয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএস