‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১১টি ইউনিয়নে ইতোমধ্যে অনুষ্ঠিত কর্মশালায় জয়ী প্রতিষ্ঠান এবং পৌর এলাকার ৮টি প্রতিষ্ঠান অংশ নেয়।
কর্মশালায় বিভিন্ন ইভেন্টে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়েছে উপজেলার গাংগাইর আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
প্রথম রানার আপ হয়েছে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার শিক্ষার্থীরা এবং দ্বিতীয় রানার আপ হয়েছে আউশনারা ইউনিয়নের বোকারবাইদ এ এইচবি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নুর রাত্রি, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সোনিয়া আক্তার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষা অ্যাকাডেমিক সুপারভাইজর মহিউদ্দিন আহমেদ।
ইএইচ