‘আলেমদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক দেশ গড়তে হবে’

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১১:৩৯ এএম

আলেমদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন বিএনপির  কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন,আজকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। যারা এদেশে গণহত্যা চালিয়েছে শুধু তাই না যারা আলেমদেরকে হত্যা করেছে তারা যেন এই বাংলাদেশে আর কোনদিনও মাথাচাড়া দিয়ে না উঠতে পারে,সে ব্যাপারে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দ ইউনিয়নের ধরাট মাজারে মহাপবিত্র ওরস শরীফে প্রধান অতিথি হিসেবে  আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করে তাদের ব্যাপারে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।

এই দেশে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ সুযোগ পাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করব।

ফ্যাসিবাদের বিদায়ের পরে সারা বাংলাদেশে স্বাধীনভাবে ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতি সংগঠনগুলো তাদের নিজ নিজ কর্মসূচি পালন করতে পারছে ।

শুধু তাই না রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে সামাজিক প্রোগ্রাম যার যার অবস্থান থেকে সুন্দরভাবে করতে পারছি।

সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, বিগত দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে।

সেই নেতা কর্মীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই ফ্যাসিবাদ মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি।

তারেক রহমান বলেছেন, এ দেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে। শুধু তাই না মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। বিগত দিনে ফ্যাসিবাদী  সরকার মানুষের কাছ থেকে সেটি কেড়ে নিয়েছিল। বর্তমানে যার যার ভোট, ভোট বাক্সে  দিয়ে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার একটা সুযোগ করেছে তারেক রহমান।  

ওরস শরীফে বিএনপি নেতা হাবিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি‍‍`র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, খন্দকার রাশেদুল আলম,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সদস্য  সৈয়দ শহীদুল আলম টিটু প্রমুখ।

বিআরইউ