মান্দায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০১:৩০ পিএম

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর মান্দায় দুই দিন ব্যাপী বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় এ-উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. শাহ আলম মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সিমা কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মেলার প্রায় ৩০ টির মত স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসার সহ অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিআরইউ