বরিশালের বাকেরগঞ্জে অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্য সেবা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প ব্যবস্থাপক মো. সোলায়মান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, বিশেষ ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান।
কোডেকের সিনিয়র টেকনিক্যাল অফিসার আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানেসুর রহমান লিমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা কো-অর্ডিনেটর আইরিন পারভীন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মানিক হাওলাদার, সাধারণ সম্পাদক মীরা দেবনাথ প্রমুখ।
অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্য সেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. সোলায়মান কবির জানান, সিবিএম গ্লোবালের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাকেরগঞ্জ উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করবে।
আরএস