হাটহাজারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য শূন্যতা প্রচারে র‍্যালি

মো. সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৫:৫৭ পিএম

এসো দেশ বদলাই‍‍` পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব‍‍`২৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের হাটহাজারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য শূন্যতা প্রচারে বর্ণাঢ্য র‍্যালি পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালি উদ্বোধক ও নেতৃত্বে ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমাশনার ভূমি লুৎফুন নাহার শারমীন।
পৌরসভা কার্যালয় থেকে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালি কাছারি সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। 

এসময় র‍্যালি চলাকালে সড়কে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পৌরসভার বিভিন্ন কার্যাবলী সম্পর্কে হ্যান্ড মাইকের মাধ্যমে জনসচেতন করা হয়। র‍্যালি পরবর্তী এক আলোচনা সভা পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এসময় পৌর নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খাঁন, পৌর প্রকৌশলী কৌশিক নিহার, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরি, কোষাধ্যক্ষ মো. শাহজাহান, মো. মনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

আরএস