অভয়নগরে পুলিশের হেফাজতে ৫ ট্রাক সার

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ১০:১৬ পিএম

যশোরের অভয়নগরে সার কেলেঙ্কারির অভিযোগে পাঁচ ট্রাক ডিএপি সার পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার চেঙ্গুটিয়া মজুমদারের মিল সংলগ্ন এলাকা থেকে এ পাঁচ ট্রাক ডিএপি সার থানা হেফাজতে নেয়া হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন।

এ সময় সারের ডেলিভারি অর্ডার (ডিও) ও প্রয়োজনীয় কাগজপত্র দেখে সন্দেহ হলে সার বোঝায় ট্রাক পাঁচটি থানা হেফাজতে নেয়া হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নওয়াপাড়া ট্রেডার্সের নিজ ঘাট-৪ থেকে সারগুলো বোঝায় করে ঝালকাঠি যাওয়ার কথা ছিল। তবে সারগুলো ঝালকাঠি না নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উপজেলায় পাঠানো হচ্ছিলো।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ ট্রাক ডিএপি সার পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। যাচাই বাছায় চলছে, অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ