টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ২০২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৬:১২ পিএম

টাঙ্গাইলে ২০২ লিটার চোলাই মদসহ অনিল রবি দাস(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। 

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার করটিয়া (কলেজপাড়া) মুচি পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

অনিল রবি দাস টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া মুচিপট্রি গ্রামের মৃত পরেশ রবি দাসের ছেলে। 
ডিবি পুলিশ  জানায়, টাঙ্গাইল জেলা( উত্তর) ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানা এলাকায় মাদকদ্রব্য অভিযান পরিচালনা করেন।এ সময় অনিল  রবি দাসের বাড়ি থেকে  ২০২ লিটার চোলাই মদসহ  তাকে আটক করা হয়।

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই মো. আবু সিদ্দিক বাদি হয়ে রাতেই টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) মো. এবিএমএস দোহা জানান , গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। 

আরএস