গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চান্দরা আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে এ উৎসব আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দরা আইডিয়াল স্কুলের পরিচালক বায়েজিদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষিকা ফারজানা সোনিয়া।
পিঠা উৎসবের প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র শামছুল আলম সরকার, দেওয়ান জসিম, উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ ও অভিভাবকরা।
উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার সমারোহে শিক্ষার্থীরা মেতেছিল আনন্দে। পিঠাগুলো শিক্ষার্থীদের হাতের তৈরি সেগুলো উৎসবের মূল আকর্ষণ ছিল। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পিঠার উপস্থাপন কৌশল সবাইকে মুগ্ধ করেছে।
উৎসবটি গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য বন্ধুত্বের এক মিলনমেলায় পরিণত হয়। অতিথিরা পিঠার প্রশংসা করেন এমন উদ্যোগকে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
আরএস