উলিপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৮:১৩ পিএম

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম রোজাফা খাতুন (৬)।

 ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ধামশ্রেণি ইউনিয়নের সুরির ডারা মোড়ে। শিশুটি উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বিজয়রাম গ্রামের কৃষক এজাবুল হকের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উলিপুর টু ফকিরেরহাট সড়কে রানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা সুরির ডারা মোড়ে দ্রুত গতিতে মোড় নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং দাঁড়িয়ে থাকা শিশুর উপর সিটকে পরে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।  

এসময় অটোরিকশাটি রেখে চালক পালিয়ে যায়।  এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া পেলে নিহতের পরিবারকে আইনি সহায়তা দেয়া হবে। 

আরএস