বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সোসাইটির প্রধান উপদেষ্টা বিজয়নগর উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সফল ছাত্র আহ্বায়ক শাহ মেয়াল্লেম হোসাইন এর আগমনে ও সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩ টায় আদমপুর ফাজিল মাদরাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুটি মসজিদের উন্নয়নের জন্য ও হতদরিদ্র মানুষের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
সামাজিক সংগঠন রক্তের বন্ধন এর সাধারণ সম্পাদক আদহাম মাইনুদ্দিন এর সঞ্চালনায় ও বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি কবির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র নিউইয়র্ক এর কলম্বিয়া ইউনিভার্সিটি হারভার্ড আরভিং মেডিকেল সেন্টার এর সুপার ভাইজার শাহ্ মোফাচ্ছের আহমেদ শাহী।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন মার্কিন দূতাবাস ঢাকার ডিজিটাল ডেভেলপমেন্ট এডভাইজর প্রকৌশলী আমিনুল হক চৌধুরী। তিনি গোপনে দান করতে বলেন এবং দান করার সময় নবী রাসূল ও সাহাবায়ে কেরামের নীতি অনুসরণ করতে বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব আওসান হাবিব তালুকদার।
একসময় আরো উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সোসাইটির সহ প্রধান উপদেষ্টা মো. কামাল হোসেন, উপদেষ্টা আলী আজ্জম ভূইঁয়া, সাধারণ সম্পাদক আল আমিন ভূইয়া, সুবিধাভোগী পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরএস