পাংশায় যুবদল নেতার উপর গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০২:৫৬ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের উপর গুলির চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বেলা ১২টার উপজেলা যুবদলের আয়োজনে পৌর শহর এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জেলা ছাত্রদল নেতা সজীব রাজাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতারা বলেন, যে সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা যুবদলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে এবং গুলির ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক।

ইএইচ