গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) সপ্তাহব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার ২০২৩-২৪ আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল গাজীপুরে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান রুহুল আমিন খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান নাজমুন নাহার করিম।
উদ্বোধন শেষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত বিভিন্ন প্রজাতির ধানের বীজ ও কৃষি যন্ত্রাংশের স্টল পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব।
ইএইচ