বাকেরগঞ্জে শ্রেণি বৈষম্যহীন মানুষের সঙ্গে মতবিনিময়

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৩:৩৫ পিএম

সামাজিক, রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবের আলোয় আলোকিত বাকেরগঞ্জ উপজেলার শ্রেণি বৈষম্যহীন মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলার সুশীল সমাজের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মনজুর মোর্শেদ আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

পঙ্কজ কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, পাল পুরোহিত রবার্ট দিলীপ গোমেজ, অধ্যক্ষ নুর দারাজ, সাবেক ছাত্রনেতা সৈয়দ মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, রিপোর্টার্স ইউনিটির দানিসুর রহমান লিমন, প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, ছাত্র সমন্বয়ক শাহেদুল ইসলাম শাহেদ, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ।

ইএইচ