আউয়াল মিন্টু

সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে

বরিশাল ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৩:৫৮ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। দলের জন্য ত্যাগ শিকার করেছেন এবং ভবিষ্যতে দলকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই রকমের নেতা যেন আমাদের কর্মীদের ধারা নির্বাচিত হয়।

এসব বিষয়গুলো নিয়ে আজ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাথে মতবিনিময় করা হয়েছে।

তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে নতুন কমিটি হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে। অনেক মতামত দিবে, ওই মতামতগুলো আমরা বিবেচনা করে ভবিষ্যতে আমরা কীভাবে দলকে শক্তিশালী করতে পারবো এবং নির্বাচনে দলীয় লোকের পক্ষে থেকে যেন কাজ করা হয় সেই বিষয়গুলো নিয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করা হচ্ছে।

আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে প্রায় ১২’শ নেকাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বরিশালেও যদি কোন নেতাকর্মীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে দল ঠিক অ্যাকশন নেবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুপুরে বরিশাল প্রেসক্লাবে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন তিনি।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ