রাজারহাট প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৪:৩৭ পিএম

দুস্থ অসহায় মানুষের মাঝে রাজারহাট প্রেসক্লাবের উদ্যোগে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে রাজারহাট প্রেসক্লাব চত্বরে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।

বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক চিন্ময় রায় পলাশ, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান পাটোয়ারী, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজারহাট সভাপতি মোস্তফাজামান লেলিন, প্রেসক্লাব সহ-সভাপতি মোবাশ্বের আলম লিটন, রাজারহাট কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক মো. বাদশা মিঞা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট সমন্বয়ক আরিফুল ইসলাম, সমকাল সুহৃদের সহসম্পাদক রাশেদ ও সহ-সাংস্কৃতিক সম্পাদক মিতুসহ আরও অনেকে।

ইএইচ