আলীকদমে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আলীকদম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৫:৪২ পিএম

বান্দরবানের আলীকদমে চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও ছৈয়দ আকবর (৪৫)। তারা সকলেই আলীকদমের সদর ইউনিয়ন এবং নয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।  

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন বলেন, দুর্ঘটনায় নিহত ৩ জন মোটরসাইকেল আরোহীর লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ