ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় আলোচনার মধ্যমণি হিসেবে বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকগণ ভালুকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের তুলা ধরা নানা বিষয় বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করবেন।
ইএইচ