দাকোপে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

দাকোপ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৮:১১ পিএম

দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা শাখা জাতীয়তাবাদী দল (বিএনপির) যৌথ আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় চালনা ডাক বাংলাস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে এবং চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক শেখ মোজাফফার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন- খুলনা জেলা বিএনপির অন্যতম নেতা জুলফিকার আলী জুলু, মোল্ল্যা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মো. তৈয়েবুর রহমান, জি এম, এনামুল হক সজল, জি এম রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন আনু, সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান। অন্যান্যের মধ্যে অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা বিএনপির সদস্য সচিব আল আমিন সানা, উপজেলা বিএনপি যুগ্ম- আহ্বায়ক দীপক কুমার সরদার, আইয়ুব আলী কাজি, শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মো. বাচ্চু ফকির, বেনী মধাব বিশ্বাস, আ: রহিম তালুকার, সেকেন্দার আলী শেখ,  আব্দুর রউফ সরদার, আব্দুল বারিক গাজী, ঈসা সানা, ময়জুদ্দিন শেখ, মেঘনাথ সরকার, গাজী জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান টুকু, মহিদুল হাওলাদার, জান্নাতুল ফেরদাউস, শাকিল আহম্মেদ দিলু, রফিকুল ইসলাম, মানস গোলদার, নুরুল ইসলাম নুর, মনিরুজ্জামান মনি, শফিকুল ইসলাম, সুদাম কুমার মন্ডল, তরিকুল ইসলাম নান্নু, এস এম শামীম হোসেন, গাজী ফয়সাল আলম, আব্দুর রাজ্জাক শেখ, কৌশল্যা রায়, মঞ্জিলা বেগম, পারুল বেগম, রাবেয়া বেগম, মালা কাজি, রিমা বেগম, রবিউল ইসলাম মনা, জি এম রুম্মন প্রমুখ।

ইএইচ