টাঙ্গাইলের নাগরপুরে অসহায় দরিদ্র শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার বিশিষ্ট সমাজসেবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত অর্থায়নে ২৬নং দুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ ব্যাপারে সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান আতিক বলেন দেশে অনেক গরীব ও দরিদ্র মানুষ আছে। তাই আমি বলবো দেশের বিত্তবানদের এগিয়ে আসার উচিত শীতার্ত মানুষের পাশে থাকার জন্য।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, কৃষক দলের সভাপতি মো.হূমায়ন কবীর, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো.রবিউল ইসলাম (নবী), দুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হাফিজা মমতাজসহ স্কুলের সকল সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ