নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাদুরাকান্দী এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে একই এলাকার নারীসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ বিষয়ে সোনারগাঁও থানায় ২টি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
পুলিশ জানায়, উপজেলার জামপুর ইউনিয়ন বাদুরাকান্দী এলাকা আ. কাদির মিয়ার সাথে একই এলাকার আতাবুর রহমান ও ইয়ামিনদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার দুপুরে আ. রহমানের বসতবাড়িতে আতাবুর রহমান, ইয়ামিন মিয়া, মুজা মিয়া, আয়নাল হক, মিরাজ মিয়া, ইউসুফ মিয়া, রহিমউদ্দিনসহ ৪-৫ জন বিবাদী দেশীয় তৈরি অস্ত্র নিয়ে প্রবেশ করে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে কাদির মিয়াসহ তার পরিবারের ৫ জনকে আহত করে।
এ সময় বিবাদীরা স্বর্ণ ও নগদ টাকাসহ মালামাল ছিনিয়ে নিয়ে যায়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে উভয় পক্ষই পৃথকভাবে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বাদী কাদির মিয়া বলেন, হত্যার উদ্দেশ্যেই বিবাদীরা হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে মালামাল ছিনিয়ে নিয়ে যায়। আমরা ন্যায় বিচার চাই।
অপরদিকে অভিযুক্ত আতাবুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের কথা-কাটাকাটি হয়েছে। আমরা কুপিয়ে আহত করিনি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ বারি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইএইচ