দেশে বহুদলীয় প্রথা এবং গণতন্ত্রে প্রতিষ্ঠাতা ছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে যখন বাকশালী শাসন ব্যবস্থা চালু হয় ঠিক তখনই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। তিনি বাকশালী ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের রাজনৈতিক আমূল পরিবর্তন করেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করেন।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দেশে আধুনিক গণতন্ত্রের মূল কারিগর ছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার রূপকার এবং আধুনিক সংস্কারক ছিলেন। তিনি সংস্কার করে গিয়েছিলেন। দেশে যখন বাকশাল কায়েম হয়েছিল তখন তিনি দেশবাসীকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শেখ সেলিমের সঞ্চালনায় সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, কেন্দ্রীয় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার মো. নূরুজ্জামান। অন্যারের মধ্যে যুবদলের আহ্বায়ক মুনশী মো. এনামুল হক শিমুল,সদস্য সচিব মো. আরিফুর রহমান পাবেল, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিউর রহমান রনি প্রমুখ।
ইএইচ