কুড়িগ্রামে ইয়াবাসহ আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:১৮ পিএম

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) যাত্রাপুর বিওপির টহল দল কর্তৃক অভিনব পদ্ধতিতে পাচার হওয়া ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

রোববার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টহল দল ২ ব্যক্তিকে নৌকা দিয়ে যাত্রী সেজে ব্রহ্মপুত্র নদী পার হয়ে ঘাটে আসতে দেখতে পায়। তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল তাদের আটকের নিমিত্তে ধাওয়া করলে ১ জন ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও অপর ব্যক্তিকে টহলদল নৌকার ভিতর ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার লুঙ্গির ভাঁজে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪টি প্লাস্টিক মোড়ানো পলিথিনের ব্যাগ থেকে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত ইয়াবার মোট মূল্য দুই লক্ষ একত্রিশ হাজার টাকা। আটককৃত ব্যক্তি মো. ফয়সাল হোসেন (৫৭), পিতা মো. রাজ্জাক মিয়া।

তাকে মামলার মাধ্যমে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ