লালমনিরহাটের হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠান হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠতে দেখা গেছে `জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে`। ডিসপ্লেতে `জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে` প্রদর্শনের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা ঝড় বইছে।
রোববার রাত ১০টার দিকে উপজেলার প্রাইম ব্যাংক এলাকায় হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমের ডিজিটাল সাইনবোর্ডে এ লেখা ভেসে ওঠে।
এ ঘটনার পর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে উপজেলা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, এক সময়ের জাতীয় পার্টির সক্রিয় রাজনীতি করা মোস্তাফিজুর রহমান মঞ্জু বিগত সরকারের আমলে দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন এবং উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জনসমর্থন না থাকায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে ঠিকাদারিসহ কয়েকজন ব্যবসায়ীকে শেয়ারে নিয়ে হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোম গড়ে তুলেন। সরকার পতনের পর তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দেন।
রাতে ক্লিনিকের ডিজিটাল স্ক্রিনে `জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে` লেখা প্রদর্শনের প্রতিবাদে হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমের সামনে বিক্ষোভকারীরা সন্দেহ পোষণ করে বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগের সুবিধাভোগীরা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাফায়াতুল করিম বলেন, হাতীবান্ধায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির এটি গোপন ষড়যন্ত্রের অংশ। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
হাতীবান্ধা উপজেলা শিবিরের সাবেক সভাপতি গোলাম আজম বলেন, আওয়ামী লীগ নেতার প্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগের নাম ভেসে বেড়াবে এটা কোনভাবেই কাম্য নয়। আমরা প্রতিবাদ করেছি এবং প্রশাসন যেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সজাগ আছে। কিন্তু দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে রাতের আঁধারে এটা করেছে।
হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মঞ্জুর সাথে ফোনে কথা হলে তিনি বলেন, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আমার কোন ঠ্যাকা পড়েছে। আওয়ামী লীগের সাথে আমার ১ বছর ধরে কোন উঠাবসা নেই সেখানে আবার ছাত্রলীগ।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহামুদুন নবি বলেন, ঘটনাটি শোনার পর পরেই সেখানে পরিদর্শনে গিয়েছিলাম, ওই ঘটনায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইএইচ