বাকেরগঞ্জে বিজ্ঞান মেলা উদ্বোধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৩:০২ পিএম

বরিশালের বাকেরগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন।

উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও তাদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

ইএইচ