আড়াইহাজারে বিএনপির লিফলেট বিতরণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৩:১১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করছেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।

সোমবার সকাল থেকে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী, ইলমদী, সেনদী মাদবদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী, ফাউসা বাজার, মারুয়াদী, লেঙ্গুরদী, ইদবারদী, বালিয়া পাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করেন।

এ সময় পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসৌধের আহ্বায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজল ফকির, আড়াই হাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসৌধের সভাপতি তসলিম উদ্দিন লিটন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকনসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ইএইচ