ময়মনসিংহের ত্রিশালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে আলোচনা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, আনিসুজ্জামান মৃধা, বাংলাদেশ জামাতয়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার আমির মাওলানা আ,ন,ম আব্দুল্লাহিল বাকী নোমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহম্মদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী হোসেন, পৌরসভার সচিব নওশীন আহমেদ প্রমুখ।
ইএইচ