ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তিগত সম্পত্তি জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয়তলায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কবীর চৌধুরী বলেন,আমি নাসিরনগর মৌজার ৮৯৭ নং বিএস খতিয়ান মূলে ৬২৫৩ নং বিএস দাগে ৩ শতক দোকান ভিটির মালিক ও দখলকার।উক্ত ভূমিতে আমার দোকান ঘর রয়েছে।বিগত আ. লীগের সাবেক এমপি সংগ্রামের মদদে উক্ত দোকান ঘর গিয়াস উদ্দিন গং জোর পূর্বক দখল করলে আমি ব্রাহ্মণবাড়িয়া দেওয়ানি আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আদালত আমার পক্ষে রায় প্রদান করেন।পরবর্তীতে গিয়াস উদ্দিন গং জেলা জজ আদালতে আপিল করলে জেলা জজ আদালত আমার পক্ষে রায় প্রদান করেন।
অতঃপর গিয়াস উদ্দিন গং মহামান্য হাই কোর্টে সিভিল ডিভিশন দায়ের করলে সেখানেও মহামান্য হাইকোর্ট আমার পক্ষে রায় প্রদান করেন।
পরবর্তীতে গিয়াস উদ্দিন গং মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করে, যা বর্তমানে চলমান আছে।
মহামান্য সুপ্রিম কোর্টে আপিল চলমান অবস্থায় গিয়াস উদ্দিন গং উক্ত ভূমিতে আমার নির্মিত ঘর ভেঙ্গে চুরে এস এস পিলার দ্বারা ঘর নির্মাণ শুরু করলে আমি ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি- ১১৬/২৫ মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত উক্ত ভূমিতে নির্মাণ কাজ বন্ধ করার জন্য ওসি নাসিরনগর থানাকে নির্দেশ প্রদান করার পাশাপাশি গিয়াস উদ্দিন গং কে কারন দর্শানোর নোটিশ ইস্যু করেন। কিন্তু গিয়াস উদ্দিন গং বিজ্ঞ আদালতের রায় অমান্য ও অবমাননা করে নির্মাণ কাজ চলমান রেখেছে।উক্ত ভূমিতে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি কোন পদক্ষেপ নেননি।
নাসিরনগর থানার ওসি খাইরুল আলম বলেন, এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএস